Spc withdraw update 2021 | spc উইথড্র চালো হয়েছে সাথে নতুন চমক

এসপিসি উইথড্র চালু হয়ে গেছে সাথে এসেছে নতুন চমক। আপনারা দীর্ঘদিন যাবত এসপিসি এর জন্য অপেক্ষা করছেন। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে চালু হলো এসপিসি উইথড্র সিস্টেম। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভাল আছেন। এসপিসি নিউজ ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আজকের spc news এ আপনারা জানতে পারবেন এসপিসির উইথড্র কখন চালু হয়েছে এবং কিভাবে আপনারাও উইথড্র করবেন সাথে এসএসসির নতুন চমক কি রয়েছে এসকল বিষয়গুলো।


Spc withdraw update 2021

এসপিসি উইথড্র আপডেট দীর্ঘদিন যাবৎ withdraw বন্ধ ছিল আপনারা জানেন গত লকডাউন থেকে শুরু করে এখন পর্যন্ত যতগুলো লকডাউন বাংলাদেশ ছিল বা চলেছে কতদিন যাবৎ এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেড কোম্পানি তাদের উইথড্র সিস্টেম বন্ধ রেখেছে। বন্ধ রাখার একটি মাত্র কারণ হলো দেশের করুনার সার্বিক পরিস্থিতি। আমরা যখন উইথড্র করার চেষ্টা করতাম তখন আমাদেরকে একটি নোটিশ দেওয়া হতো যে করুণা পরিস্থিতির কারণে আপনাদের উইথড্র সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে যে কারণে আমরা withdraw দিতে পারতাম না। কিন্তু আজকে ১৫ তারিখ আমাদের উইথড্র সিস্টেম আপডেট করা হয়েছে। আপনারা 15 তারিখ বিকাল 3 টা 50 মিনিট থেকে আবারো একটি নোটিশ পেয়ে যাবেন এবং তিনটে পঞ্চাশ মিনিট এরপর থেকে  আপনারা চাইলে আপনাদের একাউন্টে টাকা উত্তোলন করতে পারবেন। অর্থাৎ 15 তারিখ থেকে আপনাদের withdraw সিস্টেম চালু করে দেওয়া হবে।


Spc থেকে কিভাবে টাকা উত্তলন করবেন।

এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস লিঃ থেকে কিভাবে আপনারা আপনাদের ইনকাম করা টাকা উত্তোলন করবেন। অর্থাৎ আপনারা এসপিসি থেকে কিভাবে টাকা উত্তোলন করে আপনাদের বিকাশ নগদ রকেট কিংবা ব্যাংক একাউন্টের মাধ্যমে আপনার হাতে পৌঁছাবে বা পাবেন। এখানে একটি প্রশ্ন অনেকেই করেছেন যে আগের নিয়মে কি করা যাবে কিনা বা অফিস এজেন্ট চালু হবে কিনা। বলে রাখা ভাল আপনারা অফিস এজেন্ট এর মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন না। টাকা উত্তোলন করতে হলে আপনাদেরকে এজেন্টের মাধ্যমে উইথড্র দিতে হবে এবং এজেন্ট আপনার withdraw কমপ্লিট করবে অথবা কনফার্ম করবে তারপর আপনি আপনার বিকাশ অথবা ক্যাশ অথবা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। কিভাবে withdraw করতে হয় আপনারা অনেকেই জানেন না। withdraw করার জন্য এখন নতুন অপশন যোগ করা হয়েছে অর্থাৎ আগের অপশনটি নাম চেঞ্জ করে দেয়া হয়েছে। এখন অপশনের পরিবর্তনে আপনারা সেখানে পয়েন্ট কনভার্ট অপশনটি দেখতে পারবেন। সেখানে ক্লিক করে আপনারা কত টাকা উইথড্র করতে চাচ্ছেন টাকার অ্যামাউন্ট সিলেক্ট করবেন এবং কনফার্ম ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার ভ্যাট কাটার পর কত টাকা উইথড্র হচ্ছে সেটা আপনি নিজে দেখতে পারবেন। তারপর আপনি আবারো কনফার্ম এ ক্লিক করলে আপনাকে একটি নোটিশ দেয়া হবে যে আপনি কি সত্যিই withdraw করতে চাচ্ছেন কিনা সেখানে ইয়েস এ ক্লিক করলে আপনার রিকুয়েস্ট কাঙ্খিত এজেন্টের কাছে চলে যাবে। এবং উক্ত এজেন্ট আপনার withdraw বিবেচনা করে আপনার টাকা পাঠিয়ে তারপর তার রিকুয়েস্ট কনফার্ম করবে এবং আপনি আপনার টাকাটি পেয়ে যাবেন। এভাবে খুব সহজে আপনার আপনাদের টাকা আপনাদের কাঙ্ক্ষিত এজেন্টের মাধ্যমে উত্তোলন করতে পারবেন। যদি কোনো এজেন্ট আপনাকে  টাকা দিতে অনিচ্ছা প্রকাশ করে তবে আপনি চাইলে এসপিসি কোম্পানিতে বা আইটি তে যোগাযোগ করে আপনি সেই এজেন্টের বিরুদ্ধে অভিযোগ করতে পারবেন। সে ক্ষেত্রে অবশ্যই আপনাকে পর্যাপ্ত পরিমাণ এবং সঠিক তথ্য দিয়ে এস পি সি কোম্পানিকে সহযোগিতা করতে হবে। কোনভাবে আপনি যদি ভুল প্রমাণিত হয়ে যান তবে আপনার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।


এসপিসি এর নতুন চমক এসপিসির শপিং ওয়েবসাইট।

আপনি জেনে খুশি হবেন যে এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস উইথড্রো আপডেট এর সাথে সাথে আপনাদের জন্য নতুন চমক নিয়ে এসেছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে এসপিসি অল এক্সপ্রেস লিঃ 7star সহ বিভিন্ন মেম্বারগন কক্সবাজারে একটি ট্যুরের আয়োজন করা হয়েছে এবং সেখানে একটি মিটিং হয়েছে এবং সেই মিটিং-এ আলামিন প্রদানসহ 7star এবং তাদের সহযোগীরা বিভিন্ন মতামত এবং বিভিন্ন প্রোগ্রামের বিষয়ে কথা বলেছেন তারমধ্যে আলামীন প্রধান বলেছেন যে এরপর আপনারা নতুন চমক দেখতে পাচ্ছেন সেই চমকটি আসলে কি চলুন জেনে নেই। এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস লিঃ তাদের নতুন একটি ওয়েবসাইট লঞ্চ করেছে এবং সাথে একটি অ্যাপ্লিকেশন লঞ্চ করা হয়েছে। আপনারা প্লে স্টোরে এসপিসি এক্সপ্রেস লিখে সার্চ দিলে একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন এসপিসি শপিং রিলেটেড এটাই তাদের প্রথম একটি অ্যাপ্লিকেশন এবং আপনারা যদি এসপিসি spc-express.com লিখে গুগলে সার্চ করেন তবে তাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন তাছাড়া আপনি এখানে ক্লিক করে তাদের শপিং ওয়েবসাইট ভিজিট করতে পারেন বা দেখে আসতে পারেন। এটা আরও একটি নতুন প্রজেক্ট যেটা এর আগে ছিলনা নতুন এড করা হয়েছে। এই ওয়েবসাইটে আপনারা সকল প্রকার শপিং প্রোডাক্ট পেয়ে যাবেন অর্থাৎ এটি একটি শপিং ওয়েবসাইট। এই ওয়েবসাইটটি থেকে আপনারা খুব সহজে অনলাইনে কেনাকাটা করতে পারবেন এবং এসপিসি কোম্পানি থেকে সকল সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারবেন। খুব শীঘ্রই অফিশিয়ালি ভাবে আপনাদেরকে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং উদ্বোধন করা হবে। তারপর থেকে আপনারা এই ওয়েবসাইটটি থেকে অথবা এই অ্যাপ্লিকেশনটি থেকে অনলাইনে কেনাকাটা করবেন এবং আপনারা চাইলে আপনাদের শপিং ব্যালেন্স দিয়েও এখান থেকে কেনাকাটা করতে পারবেন। 

আজকে এ পর্যন্তই আর্টিকেলটি কেমন লেগেছে বা ইনফরমেটিভ কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এ ধরনের এসপিসি রিলেটেড আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইটটি কে ফলো করে রাখবেন সাথে আপনার যদি কোন প্রকার সহযোগিতা লাগে আপনি যদি আরও আপডেট জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভাল থাকুন সুস্থ থাকুন spc news এর সাথেই থাকুন ধন্যবাদ।


Post a Comment

5 Comments

  1. Replies
    1. ভাই আমি টাকা তুলতে চাই ৮০ হাজার

      Delete
  2. thanks for your good information

    ReplyDelete
  3. প্রথম ভারের মতো ভাই আমি উইথড্র করব

    ReplyDelete
  4. কবে করতে পারব জানাবেন এবং কিভাবে

    ReplyDelete